সমবায় ব্যাঙ্কের ৬৬ তম শাখা উদ্বোধন

আগরতলা : ব্যাঙ্কের ৬৭ তম প্রতিষ্ঠা দিবসের দিনে মির্জায় নতুন শাখা চালু হয় সমবায় ব্যাঙ্কের।রবিবার এই শাখার উদ্বোধন হয় প্রতিষ্ঠা দিবস উদযাপনের মাধ্যমে।প্রতিবছরের মতো এবারো প্রতিষ্ঠা দিবসের দিনে এিপুরা রাজ্য সমবায় ব্যাংকের বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সবার সামনে তুলে ধরা হয়। ব্যাঙ্কের প্রধান কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে চেয়ারম্যান কমল কান্তি সেন বিভিন্ন বিষয় তুলে ধরেন।এই ব্যাংক ২০১৮ সালের ১৯ অক্টোবর আরবিআই-র scheduled bank মর্যাদা লাভ করে। বর্তমানে ৬৬ টি শাখার মাধ্যমে রাজ্যের গ্রাহকদের পরিষেবা দেওয়ার কাজে নিরন্তর নিয়োজিত রয়েছে। এই ব্যাংক কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে অংশগ্রহণ করে সাফল্যের সঙ্গে ক্ষুদ্র প্রান্তিক ও বেকার যুবক-যুবতীদের আত্মনির্ভর করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে।২০১৯ সালের জুন মাসে বর্তমান পরিচালন কমিটির দায়িত্ব নেবার পর থেকে এই ব্যাংকের সার্বিক সমৃদ্ধির পাশাপাশি রাজ্যের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সমবায় ব্যাঙ্ক। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চেয়ারম্যান কমল কান্তি সেন, ছাড়াও এমডি ভজন চন্দ্র রায়, চেয়ারম্যান কমল কান্তি সেন, বোর্ডের সদস্য আইনজীবী সুব্রত রায়, দুইজন সিনিয়র ম্যানেজার তপন দেববর্মা, নবনীতা চৌধুরী সহ অন্যরা।

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন