শোভাযাত্রা সহযোগে প্রদীপ বিলি করেন বিজেপি সভাপতি

আগরতলা : অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে শুধু মন্দির-তীর্থ স্থানগুলি পরিষ্কার-পরিচ্ছন্ন করার চলছে লোকজনের মধ্যে মাটির প্রদীপ বিলি। সোমবার রাম মন্দির উদ্বোধনের দিন সন্ধ্যায় যাতে মানুষ বাড়ি বাড়ি ৫ টি করে প্রদীপ প্রজ্জলন করেন এবং দীপাবলি উৎসব পালন করে। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রদীপ বিলি করা হচ্ছে। রবিবার বনমালীপুর মণ্ডল এলাকায় প্রদীপ বিতরণ করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। বনমালীপুর মণ্ডপের ২৫ নং ওয়ার্ড এর ২৪ নং বুথের উদ্যোগে চন্দ্রপুর এলাকায় লোকজনের মধ্যে বিলি করা হয় মাটির প্রদীপ। প্রদেশ বিজেপি সভাপতির সঙ্গে ছিলেন স্থানীয় বিজেপি কার্যকর্তারা। এদিন প্রদীপ বিলির সঙ্গে বের হয় শোভাযাত্রা। বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে বাড়ি বাড়ি ৫ টি করে প্রদীপ দেওয়া হয়।বেশ সাড়া পড়ে এলাকায়।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী