বর্তমানের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ– মুখ্যমন্ত্রী

DSC 0379

আগরতলা: বর্তমানের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুদের মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান। বড়দোয়ালী মধ্যপাড়াস্থিত নব অঙ্গীকার সামাজিক সংস্থার শিশু মেলা ও রক্তদান শিবিরে এই আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সাড়া জাগিয়ে রবিবার সকালে শুরু হয় সংস্থার ১৫ তম শিশু মেলা। এদিনই হয় রক্তদান শিবির। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ছাড়াও পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর শম্পা চৌধুরী, সমাজসেবী সঞ্জয় সাহা সহ সংস্থার সভাপতি- সম্পাদক। এদিন অনুষ্ঠানের অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন। আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, বর্তমানের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ।এই শিশুদের মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন,পড়ুয়াদের মধ্যে অনেকে ড্রাগসের নেশায় আসক্ত হয়ে পড়েছে। শিরা পথে মাদক সেবনের ফলে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেই বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। নেশামুক্ত সমাজ গঠনের জন্য সকলের সহযোগিতা চান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

Related posts

Govt plans to deploy Special Executives as tourist police: CM

রাজ্যের আট জেলায় হবে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে মহড়া

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এন ডি আর এফ ফান্ড থেকে ডি বি টির মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়