স্বচ্ছতা অভিযানের পাশাপাশি ধ্বজ বিলি করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ২২ জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দিরের। ৫০০ বছরের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে যাচ্ছে। চারিদিকে এখন রামময় হয়ে গেছে। রাম যেভাবে রাজত্ব করতেন সেই ভাবে রাজত্ব করা যায় সেই দিশায় কাজ চলছে। রবিবার আগরতলা লক্ষী নারায়ণ বাড়ি ও আনন্দময়ী কালীবাড়ি সাফাই অভিযান করেন একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ১৪ জানুয়ারি থেকে প্রধানমন্ত্রীর আহ্বানে সাফাই কর্মসূচীতে নামেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাও। রবিবারও চলে উনার এই কর্মসূচী। এদিন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপি টাউন বড়দোয়ালি মণ্ডলের সভাপতি সঞ্জয় সাহা, কর্পোরেটর রত্না দত্তকে সঙ্গে নিয়ে স্বচ্ছতা অভিযান চালান মুখ্যমন্ত্রী। তিনি এদিন লোকজনের মধ্যে লাড্ডু ও ধ্বজ বিলি করেন। রাম মন্দিরের ছবিও বিতরণ করেন। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, সোমবার রাজধানীর দুর্গাবাড়িতে মহাযজ্ঞও হবে টাউন বড়দোয়ালি মণ্ডলের তরফে।

Related posts

শ্রম ভবনে গণডেপুটেশন দিল অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস

সদর মহকুমা সম্মেলনকে সামনে রেখে বাইক রেলি

CM pays tribute to martyred Indian Army soldier Subhankar Bhowmik