জগন্নাথ বাড়িতে পূজা দিয়ে মন্দির ঘুরে দেখেন রাজ্যপাল

আগরতলা : লড়াইয়ের মধ্য দিয়ে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা শুধু হিন্দু সমাজ নয়, যারা রামায়ণকে বিশ্বাস করেন, পাঠদান করেন তাদের জন্য গৌরবের দিন এটি। এইদিনটির জন্য সকলে অপেক্ষা করছিলেন। এক ব্যক্তির জীবনে যা কিছু প্রয়োজন সব জায়গায় আদর্শবাদী রাম। রামের জন্ম স্থানে বিগ্রহ প্রতিষ্ঠা গর্বের। রাম লালার প্রাণ প্রতিষ্ঠার সকালে রাজধানীর জগন্নাথ বাড়ি পরিদর্শনে গিয়ে একথা বললেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। সোমবার সকালে রাজ্যপাল যান জগন্নাথ বাড়িতে। সেখানে তিনি পূজা দেন। এর পরে ঘুরে দেখেন জগন্নাথ বাড়ি মন্দিরের সমস্ত কিছু। রাজ্যপাল বলেন উনার বিশ্বাস রামের আশীর্বাদ সবার উপরে থাকবে।তিনি জগন্নাথ বাড়ি মন্দিরের পরিচালনা সহ সব কিছুতে মন্দিরের প্রশংসা করেন।

Related posts

তিপ্রাসাদের বিভিন্ন দাবির মীমাংসা হতে পারে দুই- তিন মাসের মধ্যে—প্রদ্যোত

উত্তর-পূর্ব উন্নয়ন পর্ষদের ৭২ তম প্লেনারি বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

২৪ তম রাজ্য সম্মেলন নিয়ে সিপিআইএম প্রস্তুতি সভা