জিবির ডায়ালিসিস ওয়ার্ডে ফের অগ্নিকাণ্ডের ঘটনা

আগরতলা : ফের রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে অগ্নিকাণ্ড।শনিবার ঘটনাটি ঘটে হাসপাতালের ডায়ালিসিস ওয়ার্ডে। এদিন আচমকা এই ওয়ার্ডের বিদ্যুতের বোর্ডে আগুনে লাগে। এতে আতঙ্ক ছড়ায় ওয়ার্ডে থাকা রোগী ও পরিজনদের মধ্যে। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বাহিনীর এক কর্মী জানান ওনাদের নিকট খবর যায় জিবি হাসপাতালের ডায়ালিসিস ওয়ার্ডে অগ্নিসংযোগ ঘটেছে। সাথে সাথে ওনারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রাথ্যমিক ধারণা বিদ্যুৎ-র শটসার্কিটের ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। প্রায়শই এ ধরণের ঘটনা জিবি হাসপাতালে ঘটে বলে জানা গেছে। তাই দাবি উঠেছে জিবি হাসপাতালের পুরনো বিদ্যুৎ সংযোগের সংস্কারের।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে