জিবির ডায়ালিসিস ওয়ার্ডে ফের অগ্নিকাণ্ডের ঘটনা

IMG 20230708 WA0519

আগরতলা : ফের রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে অগ্নিকাণ্ড।শনিবার ঘটনাটি ঘটে হাসপাতালের ডায়ালিসিস ওয়ার্ডে। এদিন আচমকা এই ওয়ার্ডের বিদ্যুতের বোর্ডে আগুনে লাগে। এতে আতঙ্ক ছড়ায় ওয়ার্ডে থাকা রোগী ও পরিজনদের মধ্যে। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বাহিনীর এক কর্মী জানান ওনাদের নিকট খবর যায় জিবি হাসপাতালের ডায়ালিসিস ওয়ার্ডে অগ্নিসংযোগ ঘটেছে। সাথে সাথে ওনারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রাথ্যমিক ধারণা বিদ্যুৎ-র শটসার্কিটের ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। প্রায়শই এ ধরণের ঘটনা জিবি হাসপাতালে ঘটে বলে জানা গেছে। তাই দাবি উঠেছে জিবি হাসপাতালের পুরনো বিদ্যুৎ সংযোগের সংস্কারের।

Related posts

Govt plans to deploy Special Executives as tourist police: CM

রাজ্যের আট জেলায় হবে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে মহড়া

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এন ডি আর এফ ফান্ড থেকে ডি বি টির মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়