আগরতলা : এক ভারত শ্রেষ্ঠ ভারত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার জন্য কারা দপ্তর দ্রুত গতিতে কাজ করতে পারে সেটাই উদ্দেশ্যে। প্রজাতন্ত্র দিবসে কারা দপ্তরে অফার বিলি অনুষ্ঠানে একথা ব;ল্লেন দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা। জে আর বি টির মাধ্যমে গ্রুপ- সি পদে সরকারি দপ্তরে লোক নিয়োগ লোক নিয়োগ করা হয়। ইতি মধ্যে প্র্যা সব দপ্তরেই নিয়োগ সম্পন্ন। শুক্রবার প্রজাতন্ত্র দিবসের দিনে কারা দপ্তরে করণিক পদে ৫ জনের হাতে অফার লেটার তুলে দেওয়া হয়। মহাকরণে মন্ত্রী সান্ত্বনা চাকমা অফার তুলে দেন। উপস্থিত ছিলেন কারা দপ্তরের আইজি প্রিজন রমেশ রেড্ডি।