যশোদা হাসপাতালের আগরতলা সেন্টারে প্রতি মাসে ৮ জন সুপার স্পেশালিটি চিকিৎসক আসছেন

আগরতলা : হায়দ্রাবাদের যশোদা হাসপাতালের তরফে শনিবার আগরতলায় সাংবাদিক সম্মেলন করা হয়। এতে উপস্থিত ছিলেন হাসপাতালের সার্জিক্যাল গ্যাস অ্যান্ট্রোলজিস্টস, আগরতলা সেন্টারের কর্মকর্তা সহ অন্যরা। সম্প্রতি আগরতলার একজন রোগীর জটিল সমস্যা সমাধান করেছেন সার্জিক্যাল গ্যাস অ্যান্ট্রোলজিস্টস এম মনিষ। কম খরচে তারা পরিষেবা দিয়ে থাকেন।

হায়দ্রাবাদ থেকে চিকিৎসকরা এসে আগরতলা সেন্টারের বহির্বিভাগে প্রতি মাসে রোগী দেখছেন। বিশেষ প্রয়োজন পরলে তাদের হাসপাতালে পাঠানো হচ্ছে। নাহলে এখানেই সুরাহার ব্যবস্থা করা হচ্ছে। প্রতি মাসে ৮ জন সুপার স্পেশালিটি চিকিৎসক আগরতলায় আসছেন। এতে রাজ্যের রোগীরা কম খরচে রোগ সম্পর্কে অবগত হতে পারছেন।গ্যাস অ্যান্ট্রোলজিস্টস এম মনিষ জানান প্রায় ৫ বছর ধরে ত্রিপুরায় আসছেন। চতুর্থ শনিবার তিনি আগরতলায় আসেন।

Related posts

এনসিসির এক ভারত শ্রেষ্ঠ ভারত শিবিরের প্রায় ৫০০ ক্যাডেট অংশ গ্রহণ করে

শিশু শ্রম বন্ধে অভিযানে নেমে রাজধানীতে উদ্ধার দুই কিশোর

রাজধানীতে প্রতিবাদ কর্মসূচী ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের