যশোদা হাসপাতালের আগরতলা সেন্টারে প্রতি মাসে ৮ জন সুপার স্পেশালিটি চিকিৎসক আসছেন

IMG 20240127 140256

আগরতলা : হায়দ্রাবাদের যশোদা হাসপাতালের তরফে শনিবার আগরতলায় সাংবাদিক সম্মেলন করা হয়। এতে উপস্থিত ছিলেন হাসপাতালের সার্জিক্যাল গ্যাস অ্যান্ট্রোলজিস্টস, আগরতলা সেন্টারের কর্মকর্তা সহ অন্যরা। সম্প্রতি আগরতলার একজন রোগীর জটিল সমস্যা সমাধান করেছেন সার্জিক্যাল গ্যাস অ্যান্ট্রোলজিস্টস এম মনিষ। কম খরচে তারা পরিষেবা দিয়ে থাকেন।

হায়দ্রাবাদ থেকে চিকিৎসকরা এসে আগরতলা সেন্টারের বহির্বিভাগে প্রতি মাসে রোগী দেখছেন। বিশেষ প্রয়োজন পরলে তাদের হাসপাতালে পাঠানো হচ্ছে। নাহলে এখানেই সুরাহার ব্যবস্থা করা হচ্ছে। প্রতি মাসে ৮ জন সুপার স্পেশালিটি চিকিৎসক আগরতলায় আসছেন। এতে রাজ্যের রোগীরা কম খরচে রোগ সম্পর্কে অবগত হতে পারছেন।গ্যাস অ্যান্ট্রোলজিস্টস এম মনিষ জানান প্রায় ৫ বছর ধরে ত্রিপুরায় আসছেন। চতুর্থ শনিবার তিনি আগরতলায় আসেন।

Related posts

অবশেষে তিন বছর পর পারিবারিক পেনশন পেতে চলেছেন গীতা দেবী

নাগিছড়া রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্রে আলোচনা সভা

প্রধানমন্ত্রীর পায়ে নতজানু দেশের সেনাবাহিনী! বিতর্কে মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী