রামনগর বিধানসভা কেন্দ্রে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা : ক্রীড়া সহ সর্বাঙ্গীণ বিকাশের কথা তুলে ধগ্রেছেন সকলের সামনে প্রধানমন্ত্রী মন কি বাতের মাধ্যমে। এতদিন ধরে কেন্দ্র ও রাজ্যে দুর্নীতির সরকার দেখা যেত। রাজনীতি করলে দুর্নীতি করতে হবে সেটা যেন ডি এন এ-র মধ্যে ঢুকে গেছে। কিন্তু নরেন্দ্র মোদী ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে রাজনীতির পরিভাষা পাল্টে দিয়েছেন। মানুষের জন্য অনেক প্রকল্প করেছেন প্রধানমন্ত্রী। ত্রিপুরা সরকার বিভিন্ন স্কিম তৈরি করেছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সু-শাসন দুই কর্মসূচীর মাধ্যমে সরকার জনগণের কাছে পৌঁছে যাচ্ছে বিভিন্ন প্রকল্পের সুবিধা নিয়ে। বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে।

প্রধানমন্ত্রীর বিকশিত ভারত সংকল্প যাত্রার গ্যারান্টি গাড়িও ঘুরছে। প্রধানমন্ত্রীর মন কি বাত শোনার পরে আলোচনা করতে গিয়ে রবিবার এই কথা গুলি বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্রতি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন বিষয় ভারত বাসীর সামনে তুলে ধরেন। এর মাধ্যমে বিভিন্ন অজানা বিষয় জানার সুযোগ হয়। ইংরেজি নতুন বছরের প্রথম মাসের শেষ রবিবারে ১০৯ তম মন কি বাত অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় মন কি বাত শোনার ব্যবস্থা করা হয়। এই রবিবারে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা মন কি বাত অনুষ্ঠান শুনেন রামনগর বিধানসভা কেন্দ্রে। এদিন ৪ নম্বর বুথ এলাকায় এই অনুষ্ঠান শোনার ব্যবস্থা করা হয়। সেখানে দলীয় কর্মী- সমর্থকদের সঙ্গে বসে মন কি বাত শুনেন মুখ্যমন্ত্রী ছাড়াও আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ সহ- সভাপতি পাপিয়া দত্ত, বলাই গোস্বামী, স্থানীয় পুর নিগমের কর্পোরেটর সহ কার্যকর্তারা।মুখ্যমন্ত্রী মন কি বাত শোনার পরে বলেন, মহিলা স্ব-শক্তিকরনের উপর গুরুত্ব দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। ক্রীড়া ক্ষেত্রে ইতিমধ্যে মহিলারা যথেষ্ট সাফল্য পেয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সু-শাসন দুই কর্মসূচীর মাধ্যমে সরকার জনগণের কাছে পৌঁছে যাচ্ছে বিভিন্ন প্রকল্পের সুবিধা নিয়ে। বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে। প্রধানমন্ত্রীর বিকশিত ভারত সংকল্প যাত্রার গ্যারান্টি গাড়িও ঘুরছে।

Related posts

ত্রিপুরা ভেটেরিনারী ডক্টরস্ এসোসিয়েশনের সাধারণ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস

বাল্য বিবাহ বন্ধ করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান মন্ত্রী টিঙ্কু রায়ের

বর্তমানে রাজ্যে রক্তদান শিবিরের সংখ্যা আগের তুলনায় হ্রাস পেয়েছে—মানিক সরকার