আগরতলা : বাজেটকে ধন্যবাদ জানিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ধন্যবাদ রেলি করবে ভারতীয় জনতা পার্টি। ১০ জুলাই দলের ১০ সাংগঠনিক জেলায় হবে রেলি। শনিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।২০২৩-২৪ সালের জন্য শুক্রবার বিধানসভায় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায় । ২৭ হাজার ৬৫৪.৪০ কোটি টাকার বাজেট পেশ করা হয়। বিজেপি জোট সরকারের এই বাজেট নিয়ে শনিবার সাংবাদিক সম্মেলন করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। সঙ্গে ছিলেন মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য। সভাপতি বলেন, সকল অংশের মানুষের জন্য সরকার বাজেট পেশ করেছেন। এই জনকল্যাণ মুখী বাজেটের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী সভার সদস্য- সদস্যাদের অভিনন্দন জানান। বাজেটে ১৩ টি প্রকল্পের ঘোষণা করা হয়েছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের জন্য বাজেটে অর্থ বরাদ্দ করা হয়েছে ৪৯৩৯ কোটি টাকা।মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। যার জন্য বাজেটে ব্যায় বরাদ্দ রাখা হয়েছে ৫৯ কোটি টাকা। বাজেটের একাধিক বিষয় সম্পর্কে অবগত করেন প্রদেশ সভাপতি।পাশাপাশি প্রদেশ বিজেপি সভাপতি অধিবেশনের প্রথম দিনের ঘটনার প্রসঙ্গে মন্তব্য করেন, বিধানসভায় যে ভাষার প্রয়োগ করেছেন তা রাজ্যের জন্য দুঃখের এবং লজ্জার। এদিকে বাজেটকে ধন্যবাদ জানিয়ে ১০ জুলাই সাংগঠনিক সব জেলায় হবে মিছিল।