আগরতলা : নির্মীয়মাণ ঘর ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ ও ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন আমরা বাঙালী দলের রাজ্য নেতৃত্ব।সোমবার দলের রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন নেতৃত্ব। তাদের অভিযোগ ২৬ জানুয়ারি রাতে তেলিয়ামুড়া মহকুমার উত্তর ব্রক্ষ্মছড়া এলাকায় ১৪ টি অউপজাতি পরিবারের নির্মীয়মাণ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ভেঙে দেওয়া হয়েছে।অভিযোগ দুর্বৃত্তরা রাতের আঁধারে এই ঘটনা সংঘটিত করেছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় আমরা বাঙালী দলের নেতৃত্ব।এই অবস্থায় দলের তরফে সরকারের কাছে দাবি জানানো হয় অবিলম্বে উত্তর ব্রহ্মাচড়ায় বাঙালীদের বাড়ীঘর যারা ভাঙ্গচুর করেছে তাদের তদন্তক্রমে চিহ্নিত করে কঠোরতম শাস্তি দেওয়া,ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের ব্যবস্থা করার। তাদের অভিযোগ রাজ্যের সব শাসক দলই ভোটের রাজনীতি করে যাচ্ছে। তারা বলেন সবকিছু থেকে মানুষ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অন্তিম সমাধানের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তা হবে আমরা বাঙালীর ব্যানারে।