আগরতলা : প্রতিবছর নিজের মায়ের মৃত্যু বার্ষিকীতে সামাজিক কর্মসূচী নিয়ে থাকেন সত্যজিত নাহা। এবছর মালতী প্রভা নাহার দ্বাদশ মৃত্যু বার্ষিকী। এবারও মায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সামাজিক কাজ হাতে নেয় আগরতলার নাহা পরিবার। সোমবার পরিবারের সদস্যরা বড়জলা আপনাঘর বৃদ্ধাশ্রমে যান। সেখানে আশ্রমের বাসিকদের সঙ্গে বেশি কিছু সময় তারা কাটান। বৃদ্ধাশ্রমের বয়স্কদের মধ্যে ফল মিষ্টি বিলি করেন সত্যজিত নাহা ও পরিবারের সদস্যরা।এতে খুশি আবাসিকরা।