খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস ১৭ ফেব্রুয়ারি শুরু হবে আগরতলায়— টিংকু

আগরতলা : ফেব্রুয়ারি মাসে আগরতলায় হচ্ছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস ও ও সপ্তম উত্তর পূর্বাঞ্চল যুব উৎসব ।এই দুটি কর্মসূচি নিয়ে সোমবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় ।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দপ্তরে অধিকর্তা সত্যব্রত নাথ সহ অন্যরা। মন্ত্রী য জানান ১৭ ফেব্রুয়ারি থেকে তিন দিনব্যাপী শুরু হবে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস। খেলো ইন্ডিয়া আন্তঃ বিশ্ববিদ্যালয় যোগাসন প্রতিযোগিতা রাজ্য যুব বিষয়ক ক্রীড়া দপ্তর ও ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যৌথভাবে এর আয়োজন করছে। প্রতিযোগিতা হবে এনএসআরসিসিতে। এই প্রতিযোগিতায় অংশ নেবে আটটি পুরুষ ও আটটি মহিলা দল ।দেশের বিভিন্ন রাজ্যের বিশ্ববিদ্যালয়ের ১৬ টি দলের হয়ে ১৩০ জন প্রতিযোগী প্রতিযোগিনী এতে অংশ নেবেন। এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে অষ্টলক্ষ্মী। সাংবাদিক সম্মেলনের মন্ত্রী আরো জানান, ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ শুরু হবে সপ্তম উত্তর পূর্বাঞ্চল যুব উৎসব ।২৯ ফেব্রুয়ারি পর্যন্ত যুব উৎসব চলবে । ভারত সরকারের যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রক ও ত্রিপুরা যুব কল্যাণ ও ক্রীড়া বিষয়ক দপ্তর এর আয়োজন করছে ।রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে ২৬ তারিখ এই উৎসবের উদ্বোধন অনুষ্ঠান হবে । উৎসবে থাকবে বিভিন্ন রাজ্যের ঐতিহ্যবাহী খাবার ও হাতের তৈরি বিভিন্ন প্রদর্শনীর উৎসব ।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে