শহীদান দিবসে জাতির জনককে স্মরণ কংগ্রেসের

আগরতলা : অহিংসা ও শান্তির পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জাতীয় কংগ্রেসের আদর্শ ও নীতিকে সকলে বিশ্বাস রেখে ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে সকলকে শামিল হওয়ার আহ্বান। জাতির জনকের প্রয়াণ দিবসে এই আহ্বান রাখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।৩০ জানুয়ারি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস প্রতিবছর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মহাত্মা গান্ধীকে। দলের তরফে বিভিন্ন জায়গায় হয় কর্মসূচী। মঙ্গলবার ৭৬ তম শহীদান দিবসে জাতির জনক মহাত্মা গান্ধীকে স্মরণ করা হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে। সেখানে প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন যথাক্রমে প্রবীর চক্রবর্তী ও আশিস কুমার সাহা। এর পরে গান্ধী জির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি, দলের মুখপাত্র, মহিলা কংগ্রেসের সভানেত্রী সহ অন্যান্যরা।সেখান থেকে তারা যান গান্ধীঘাটে। সেখানেও শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃত্ব।প্রদেশ কংগ্রেস সভাপতি এদিন বলেন, আগামী প্রজন্মকে অহিংসা ও শান্তির আদর্শে বিশ্বাসী হয়ে দেশের জন্য দেশপ্রেম ও আত্মবলিদানের জন্য প্রস্তুত করটে চায় কংগ্রেস।তিনি বলেন, দেশের স্বাধীনতা অর্জনে মহাত্মা গান্ধীর অহিংসা ও শান্তির পথে যে গণআন্দোলন এটাকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করা হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি অভিযোগ করেন দেশের অভ্যন্তরে হিংসাদীর্ণ এবং অশান্তির বাতাবরণ তৈরি করে শাসক দল দেশের মানুষের প্রতি অন্যায় অবিচার করে যাচ্ছে।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি