ত্রিপুরার এমবিবি বিমানবন্দরে বিমানে জল পান করে অসুস্থ ভারতীয় দলের ক্রিকেটার রয়েছে হাসপাতালে

আগরতলা : ভারতের জাতীয় দলের ক্রিকেটার এবং কর্ণাটক রঞ্জি ক্রিকেট দলের অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল হঠাৎ অসুস্থ হয়ে ত্রিপুরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যায়। জানা গেছে রঞ্জি ট্রফি খেলতে ত্রিপুরায় এসেছিলেন মায়াঙ্ক আগরওয়াল কর্ণাটকের হয়ে। মঙ্গলবার ফিরে যাওয়ার কথা ছিল।

সেই মতো টিমের সকলে এম বি বি বিমানবন্দরে যান। বিমানেও উঠে বসেন। কিন্তু আচমকা ঘটে বিপত্তি। বিমানে বসে জল পান করতেই মুখ ও গলায় সমস্যা হচ্ছিল তাঁর। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে আসা হয় আগরতলা একটি বেসরকারি হাসপাতালে। তবে বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল আছে বলে খবর।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিসের উচ্চপদস্থ আধিকারিক ও সি আই এস এফের আধিকারিকরা। ঘটনার তদন্তে নেমেছে পুলিস। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়। প্রশ্ন উঠছে কি ছিল জলে? দাবি উঠেছে ঘটনার দ্রুত তদন্তের।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল