ত্রিপুরার এমবিবি বিমানবন্দরে বিমানে জল পান করে অসুস্থ ভারতীয় দলের ক্রিকেটার রয়েছে হাসপাতালে

আগরতলা : ভারতের জাতীয় দলের ক্রিকেটার এবং কর্ণাটক রঞ্জি ক্রিকেট দলের অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল হঠাৎ অসুস্থ হয়ে ত্রিপুরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যায়। জানা গেছে রঞ্জি ট্রফি খেলতে ত্রিপুরায় এসেছিলেন মায়াঙ্ক আগরওয়াল কর্ণাটকের হয়ে। মঙ্গলবার ফিরে যাওয়ার কথা ছিল।

সেই মতো টিমের সকলে এম বি বি বিমানবন্দরে যান। বিমানেও উঠে বসেন। কিন্তু আচমকা ঘটে বিপত্তি। বিমানে বসে জল পান করতেই মুখ ও গলায় সমস্যা হচ্ছিল তাঁর। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে আসা হয় আগরতলা একটি বেসরকারি হাসপাতালে। তবে বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল আছে বলে খবর।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিসের উচ্চপদস্থ আধিকারিক ও সি আই এস এফের আধিকারিকরা। ঘটনার তদন্তে নেমেছে পুলিস। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়। প্রশ্ন উঠছে কি ছিল জলে? দাবি উঠেছে ঘটনার দ্রুত তদন্তের।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে