বড়জলা বিধানসভা কেন্দ্রে সিপিএম- কংগ্রেস ছেড়ে ৩০০ ভোটার বিজেপিতে

আগরতলা : আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ঘর গোছাতে ব্যস্ত শাসক দল ভারতীয় জনতা পার্টি। বিভিন্ন বিধানসভা এলাকায় বিরোধী দলে ভাঙন ধ্রাচ্ছে বিজেপি। রবিবার বড়জলা বিধানসভা কেন্দ্রে কংগ্রেস- সিপিএম দলে থাবা বসাল ভারতীয় জনতা পার্টি। এদিন বড়জলা মণ্ডলের তরফে যোগদান সভা হয় মণ্ডল এলাকায়। সেখানে ৩০০ ভোটার বিরোধী দল গুলি ছেড়ে বিজেপিতে শামিল হন। তাদের স্বাগত জানান বড়জলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ডাঃ দিলিপ দাস, বিজেপি বড়জলা মণ্ডলের সভাপতি মুকুল রায়, কিষান মোর্চার রাজ্য সম্পাদক অসিত রায় সহ অন্যান্যরা। যোগদান সভায় যোগদানকারীদের স্বাগত জানিয়ে প্রাক্তন বিধায়ক বলেন, নরেন্দ্র মোদীর একটায় কথা উন্নয়ন আর উন্নয়ন।সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস।

Related posts

সংবিধান কার্যকরের ৭৫ বছর পূর্তিতে রাজ্যেও বছর ব্যাপী কর্মসূচী

পুলিসের মহানির্দেশকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ডেপুটেশন টিসিএর

রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযান চালালো ট্রাফিক পুলিশ