আগরতলা : সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতা রমণের অন্তর্বর্তীকালীন বাজেটে বলা হয়েছে আগামী পূর্ব ভারত অর্থনীতির চালিকা শক্তি হবে। যা কিনা খুবই ভালো লক্ষ্মন। মহিলাদের জন্য নতুন প্রকল্প দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সংসদে ভোট-অন-অ্যাকাউন্ট কেন্দ্রীয় অর্থমন্ত্রী পেশ করার পরে প্রতিক্রিয়ায় একথা বললেন অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশনের কর্মকর্তা সুজিত রায়। এদিন সংগঠনের অফিসে বাজেট শোনার জন্য ব্যবস্থা করা হয়। সেখানে রাজ্যের সংগঠনের সভাপতি তুষার চক্রবর্তী সহ শিল্পপতি, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সেখানে তারা বাজেট বিশ্লেষণ করেন। পরে প্রতিক্রিয়ায় সুজিত রায় বলেন, প্রধানমন্ত্রী মুদ্রা লোণে ৩০০ কোটি টাকা লোণের ব্যবস্থা করা হয়েছে। ত্রিপুরার শিল্প ও বাণিজ্য মহল এই বাজেটে খুশি বলে দাবি তাদের। তারা ধন্যবাদ জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে।