ইন্ডিয়া জোট কেউ ছেড়েছেন আরও কেউ কেউ ছাড়তে পারে— মানিক

আগরতলা : ইন্ডিয়া জোট কেউ ছেড়েছেন আরও কেউ কেউ ছাড়তে পারেন।তবে সমর্থক থেকে সাধারণ মানুষের তোপের মুখে পড়তে হবে তাদের সেটা যেন মনে রাখবেন। বৃহস্পতিবার আগরতলা টাউন হলে মহামতি ভি আই লেনিনের মৃত্যু শতবর্ষের অনুষ্ঠানকে কেন্দ্র করে সিপি আইএম রাজ্য কমিটির উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার এই মন্তব্য করেন।তিনি বলেন আর এস এস- বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির জন্য সরকার থেকে এদের সরানো জরুরী, তাই প্রথমে ১৪ টি পরে ২৪ টি রাজনৈতিক দল মিলে সেই কাজ শুরু করে ইন্ডিয়া মঞ্চ তৈরি করেছিল।এই গঠনে যিনি অন্যতম উদ্যোক্তা সেই নীতীশ কুমার ইন্ডিয়া মঞ্চ ছেড়েছেন।কিন্তু কেন ? সেটা কেউ জানেন না।মানিক সরকার বলেন ইন্ডিয়া মঞ্চের আহ্বায়ক হিসেবে তাঁর কথা ভাবা হচ্ছিল,সর্বশেষ সভাতে সেই চর্চাও হয়েছে, সিদ্ধান্ত হয়নি কয়েকটা দলের আপত্তিতে।তিনি বলেন সর্বশেষ সভায় একাধিক জনসভা বিভিন্ন রাজ্যে করার সিদ্ধান্ত হলে পাটনা থেকে তা শুরুর প্রস্তাব আসে,নীতীশ কুমার রাজী হননি।তবে কি জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আগেই? মানিক বাবু প্রশ্ন তোলেন।মানিক সরকার বক্তৃতায় লেনিনের জীবন সংগ্রামের কথা বিস্তৃত ব্যাখ্যা করে বলেন সংগ্রাম ও সংগঠন করার ক্ষেত্রে লেনিন আমাদের কাছে আদর্শ।তিনি সংগঠন জোরালো করার কথা বলে বলেন শুধু আর্থিক কর্মসূচি নয় শ্রেণী সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে।

তিনি বলেন সঠিক শ্লোগান নিয়ে বিজেপি-আর এস এসকে আগে বিচ্ছিন্ন করতে না পারলে হারানো যাবে না, এটাই ছিল এগিয়ে যাবার ক্ষেত্রে লেনিনের কৌশলগত শিক্ষা, যা আমরা পেয়েছি।সভায় সভাপতিত্ব করেন অঘোর দেববর্মা।

Related posts

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রবীণদের মধ্যে শীত বস্ত্র বিলি

বীরবাল দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি

নিজের হাতে থাকা ৩ দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা সভা মন্ত্রী সুধাংশু দাসের