ইঞ্জিন বিকলে ভোগান্তির শিকার দূরপাল্লার ট্রেনের যাত্রীদের

আগরতলা : ইঞ্জিন বিকলে ভোগান্তির শিকার দূরপাল্লার ট্রেনের যাত্রীদের। অনেককেই পকেটের টাকা খরচ করে অটোরিক্সা কিংবা অন্য গাড়ি দিয়ে গন্তব্যে যেতে হয়েছে।কি কারণে আচমকা ইঞ্জিন বিকল হল ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসের কিংবা তিন-চার ঘণ্টা সময় লেগে গেল সারাইয়ে তা অজানা। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে। দিল্লি থেকে যাত্রী নিয়ে আগরতলায় আসছিল ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস। এদিন সকালে আগরতলা স্টেশনে এসে পৌঁছে যাওয়ার কথা। কিন্তু বিপত্তি যোগেন্দ্রনগর স্টেশন লাগোয়া এলাকায়। জানা গেছে আচমকা খয়েরপুর দাস পাড়া এলাকায় দাঁড়িয়ে যায় ট্রেন। জানা গেছে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় মাঝ পথে আটকে পড়ে। প্রায় সকাল সাড়ে ছয়টার সময়ে এই ঘটনা। দীর্ঘ সময় ট্রেনে আটকে থাকা যাত্রীদের মধ্যে অনেকেই বাধ্য হয়ে গাড়ি রিজার্ভ করে গন্তব্যে যান। জানা গেছে দশটা পর্যন্ত থমকে ছিল ট্রেন। এতে চরম ভোগান্তির শিকার হন যাত্রী সাধারণ।

Related posts

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রবীণদের মধ্যে শীত বস্ত্র বিলি

বীরবাল দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি

নিজের হাতে থাকা ৩ দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা সভা মন্ত্রী সুধাংশু দাসের