আগরতলা : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষায় ককবরক বিষয়ে রোমান ও বাংলা স্ক্রিপ্টে যাতে উত্তর লিখতে পারেন এবং এর নিরাপত্তা যাতে বোর্ড কর্তৃপক্ষকে দেওয়ার দাবি জানালেন টি এস ইউর নেতৃত্ব। বৃহস্পতিবার সংগঠনের তরফে একটি প্রতিনিধি দল এই দাবিতে স্মারকলিপি জমা দেন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতির কাছে। নেতৃত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা, সভাপতি নেতাজী দেববর্মা সহ অন্যরা।তারা দাবি জানান পর্ষদের প্রশ্নপত্রও যাতে রোমান ও বাংলায় করা হয়। তা না করা হলে ককবরক ভাষার বিকাশের ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে বলে জানান সুজিত ত্রিপুরা। কারণ ইংরেজি মাধ্যমের অনেক পড়ুয়া রয়েছেন যাদের বাংলার ক্ষেত্রে অসুবিধা হয়।পাশাপাশি তারা এদিন পর্ষদ সভাপতির স্পটীকরণ চান “বোর্ডের পরীক্ষায় রোমান স্ক্রিপ্টে ককবরক লিখলেই এফএইআর করার সংবাদের বিষয়ে।