পর্ষদ সভাপতিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন বিরোধী দলনেতা

আগরতলা : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ ধনঞ্জয় গণচৌধুরীকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানালেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। শুক্রবার সাংবাদিক সম্মেলন করেন বিরোধী দলনেতা। তিনি এদিন জানান, পর্ষদ সভাপতি সম্প্রতি একটি বৈঠক করেন পরীক্ষা সেন্টার কিংবা ভেন্যু সুপারভাইজারদের নিয়ে। সেই বৈঠকে পর্ষদ সভাপতি মৌখিক ভাবে নির্দেশ দিয়েছেন মাধ্যমিক- উচ্চমাধ্যমিকের পরীক্ষায় রোমান স্ক্রিপ্টে যাতে না লিখেন যারা ককবরক নিয়ে পরীক্ষা দেবেন।কোন পরীক্ষার্থী রোমান স্ক্রিপ্টে লিখলে নাকি এফ আই আর করা হবে সংশ্লিষ্ট সুপারভাইজারের বিরুদ্ধে। এমনই অভিযোগ উঠে। এই বিষয়টির প্রতিবাদ জানান এবং কড়া প্রতিক্রিয়া দেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা।তাঁর প্রশ্ন এটা কি করে পর্ষদ সভাপতি বলতে পারেন? বিরোধী দলনেতা এদিন বলেন, ককবরক প্রায় ৯৫ শতাংশ রোমান স্ক্রিপ্টে লেখা যায়। যা কিনা বাংলায় সম্ভব নয়। বিরোধী দলনেতার অভিযোগ ত্রিপুরা রাজ্যের শান্তি- শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করছেন সভাপতি। মানুষ ভাববেন পর্ষদ সভাপতি সাম্প্রদায়িক মনোভাব নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ সংস্থাকে কলুষিত করার চেষ্টা করছেন। তিনি বলেন, সরকারের উচিত রাজ্যের আইন- শৃঙ্খলা নষ্ট হওয়ার আগে , শান্তি- সম্প্রীতি নষ্ট হওয়ার আগে সভাপতিকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া। এদিন বিরোধী দলনেতা অনিমেষ বাবু চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন সাহস থাকলে পর্ষদ সভাপতি লিখিত ভাবে নির্দেশ দিন রোমান স্ক্রিপ্টে ককবরক লিখা যাবে না।

Related posts

উত্তর-পূর্বাঞ্চল পর্ষদের ৭২ তম প্ল্যানারি অধিবেশনে যোগ দিতে রাজ্যে অমিত শাহ

ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ দলের নেতা-কর্মীদের

রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলন ২০২৪-এ উপস্থিত থাকবেন অমিত শাহ