মধ্যশিক্ষা পর্ষদের সামনে বিক্ষোভ টি এস এফের

আগরতলা : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ও রাজ্য সরকার একটা ভাষাকে নিয়ে রাজনীতি করছেন এবং ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে বলে অভিযোগ। ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টে লেখা ইস্যুতে সোমবার এই অভিযোগ এনে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচী গ্রহণ করে তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন। এদিন সংগঠনের সদস্যরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সামনে বিক্ষোভ দেখায়। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য মোতায়েন করা হয় পুলিস- সি আর পি এফ। সংগঠনের নেতৃত্ব বলেন, সম্প্রতি পর্ষদ সভাপতি বিবৃতি দিয়ে জানিয়েছেন ককবরক বিষয় বাংলা হরফেই লিখতে হবে। রোমান স্ক্রিপ্টে নয়। তাদের দাবি বিগত বছরের মতোই ককবরক পরীক্ষার্থীদের রোমান এবং বাংলা উভয় লিপিতে লেখার ব্যবস্থা এবছরও করতে হবে।কোন একটি ভাষা পরীক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়া যাবে না। টি এস এফের আওয়াজ যদি সরকারের কানে এখনও না যায় তাহলে ছাত্র- ছাত্রীরা বাধ্য হবে রাজ্যে বড় আন্দোলন ঘোষণা করার। সরকারের ভূমিকার ধিক্কার জানায় টি এস এফ নেতৃত্ব। গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার কিংবা পর্ষদ সভাপতি কিভাবে একা এই সিদ্ধান্ত নিতে পারেন। প্রশ্ন তুলেন এদিন টি এস এফের নেতৃত্ব।

Related posts

ড্রাগস সহ ৫ জন গ্রেপ্তার রাজধানীতে

সাড়া জাগিয়ে শুরু হয়েছে যুব সংসদ প্রতিযোগিতা

সরকারকে তিন মাস সময় বেঁধে দিল আত্মসমর্পণকারী বৈরীরা