আগরতলা : সর্বভারতীয় কর্মসূচীর অঙ্গ হিসেবে ত্রিপুরা প্রদেশ মহিলা মহিলা কংগ্রেসের তরফে সাংবাদিক সম্মেলন করা হয়। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যরা। সভানেত্রী এদিন অভিযোগ করেন, দেশের সঙ্গে রাজ্যেও নারীরা অত্যাচারিত- লাঞ্ছিত। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। নারীদের সামাজিক অর্থনৈতিক অধিকারকে রক্ষা করার জন্য প্রতিবাদে শামিল হবেন বলে জানান তিনি।সারা দেশের সঙ্গে রাজ্যেও নারীদেরকে প্রতিবাদে শামিল হওয়ার জন্য সভানেত্রী আহ্বান জানান। রাজ্যে বিজেপি জমানায় একের পর এজক ঘটে যাওয়া নারী ঘটিত অপরাধের ঘটনায় শাসক দলের লক্রাই জড়িত বলে অভিযোগ করেন তিনি। মহিলারা থানায় মামলা করতে পারছেন না। মিলছে কোন সুবিচার। নিজেদের আত্ম রক্ষার্থে নারীদের এগিয়ে এসে প্রতিবাদ জানাতে হবে। অধিকার রক্ষায় মহিলা কংগ্রেস আন্দোলনে শামিল হবে।