হজ ভবনের বর্তমান পরিবেশে খুশি বাংলাদেশের শিল্পী

আগরতলা : আগরতলায় এসে বর্তমানে হজ ভবনের পরিষেবা পেয়ে খুবই খুশি পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের কুমিল্লা জেলার শিল্পী খাজা বাহাউদ্দিন। বুধবার তিনি প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান, বাংলাদেশে উনার একটি সাংস্কৃতিক সংস্থা রয়েছে। বাংলাদেশ থেকে এসে ত্রিপুরার বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে অংশ নিয়েছেন। বিভিন্ন জায়গায় সম্মাননা পেয়েছেন। সর্বশেষ তিনি ২০২২ সালে রাজধানীর মুক্তধারায় সম্মাননা পান একটি সংস্থা থেকে। প্রায়শই ত্রিপুরাতে উনার যাতায়াত। শিল্পী খাজা বাহাউদ্দিন জানান ত্রিপুরায় এসে হজ ভবনেই থাকেন। আগে কখনও হজ ভবনে থাকলে ম্যানেজারের কাছ থেকে ভাড়া দিয়ে মানি রিসিভ পেটে না। উল্টো দুর্ব্যবহার পেতেন নানা কারণে। সহযোগিতাও পেতেন না। কিন্তু এবার এসে তিনি হতবাক।বর্তমান ম্যানেজার ও কর্মীরা সহযোগিতা করছেন। বর্তমান পরিবেশে তিনি খুব খুশি।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র