আগরতলা : ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরের সহধর্মিনী রমাভাই আম্বেদকরের জন্মদিবস উপলক্ষে দেশব্যাপী বুধবার কর্মসূচী গ্রহণ করে ভারতীয় জনতা পার্টি তপশিলি জাতি মোর্চা। বিজেপি সর্বভারতীয় সভাপতি ও সংগঠনের জাতীয় সভাপতির নির্দেশে এদিন দেশের বিভিন্ন এস সি ছাত্রী হোস্টেল পরিদর্শন করেন কার্যকর্তারা। এস সি ছাত্রীদের জন্য কেন্দ্রের সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ- সুবিধা তারা পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখেন। ত্রিপুরায়ও এই কর্মসূচী নেওয়া হয় বুধবার। এই কর্মসূচীর জন্য রাজ্য সফরে আসেন বিজেপি তপশিলি জাতি মোর্চার জাতীয় সম্পাদক। এদিন তিনি সংগঠনের রাজ্য কার্যকর্তাদের নিয়ে যান তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধীন ডঃ বি আর আম্বেদকর ছাত্রী হোস্টেলে। হোস্টেলে গিয়ে তারা কথা বলেন ছাত্রীদের সঙ্গে। কেন্দ্রের সরকারের সবিধা পাচ্ছেন কিনা কিংবা আরও কিভাবে কি পেটে পারেন সেসব বিষয়ে কথা হয়।বিজেপি তপশিলি জাতি মোর্চার সর্বভারতীয় সম্পাদক জানান অনেক সুযোগ পাচ্ছেন ছাত্রীরা।