লোকসভা নির্বাচনের আগে ত্রিপুরায় আসবেন রাহুল

আগরতলা : তারিখ ঠিক হওয়ার পরেও ত্রিপুরা সফরে আসেন নি কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর ত্রিপুরা সফর চূড়ান্ত হয়েছিল ডিসেম্বর মাসেই। কিন্তু দলের প্রাক্তন সর্বভারতীয় সভানেত্রী সোনিয়া গান্ধীর শারীরিক অসুস্থতার কারণে প্রিয়াঙ্কা গান্ধীর ত্রিপুরা সফর বাতিল করা হয়েছে। তবে লোকসভার নির্বাচনে আগে ত্রিপুরায় আসবেন তিনি। এদিকে রাহুল গান্ধীও ত্রিপুরা সফরে আসবেন দুই দিনের জন্য। সাংসদ রাহুল গান্ধী প্রতিশ্রুতি দিয়েছেন ত্রিপুরায় আসার। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিকদের প্রশ্নোত্তরে একথা বললেন প্রদেশ কংগ্রেসের ইনচার্জ জারিতা লাইটফ্লাং।তিনি জানান, পুরো উত্তর- পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরায় একমাত্র রাজ্য যেখানে সবচেয়ে বেশি লড়াই একজোট হয়ে কংগ্রেস লড়াই করে। এদিকে এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, দলের ইনচার্জ জারিতা লাইটফ্লাং সহ অন্যরা। জারিতা লাইটফ্লাং এদিন জানান, কংগ্রেসের হাই কমান্ডের তরফে লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি রাজ্যের জন্য স্ক্রিনিং কমিটি গঠন করা হয়েছে প্রার্থী বাছাইয়ের জন্য মতামত যাচাইয়ে। এবছর সকলের মতামত নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে হয় সেজন্য এধরনের পদক্ষেপ সর্বভারতীয় কংগ্রেস কমিটির। তিনি জানান, ত্রিপুরার স্ক্রিনিং কমিটির চেয়ারম্যান সহ দুইজন কমিটির সদস্য আগরতলায় আসেন মঙ্গলবার। তারা দলের বিভিন্ন স্তরের নেতৃত্বদের সঙ্গে কথা বলে তাদের মতামত নেন। নেতৃত্বরা তাদের বক্তব্য লিখিত আকারে দেওয়ার পরে সেসব দিল্লি যাবে। সেইসব রিপোর্ট নিয়ে বৈঠক হবে দিল্লিতে স্ক্রিনিং কমিটির। এর পরে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি বসবে।শেষে ইন্ডিয়া জোটের সবকিছু মেনে হবে প্রার্থী চূড়ান্ত।

Related posts

Scouts and Guides play vital role in society: CM

হিমাচল প্রদেশের দুর্যোগ মানুষদের পাশে ত্রিপুরা প্রদেশ বিজেপি

Chakma Script and Language Day to be observed on August 7: Ratan Lal Nath