স্বামীর আক্রমণে গুরুতর আহত স্ত্রী জিবিতে

আগরতলা : নেশাগ্রস্ত স্বামীর আক্রমণে গুরুতর আহত স্ত্রী জিবি হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনা সোনামুড়া থানাধীন কালাপানিয়া এলাকায়। সোনামুড়া থানাধিন সোনাপুর এলাকার হাবিবুর রহমান এর মেয়ে সিরিনা আক্তারের সামাজিক ভাবে বিয়ে কালাপানিয়া গ্ৰাম পঞ্চায়েত এলাকার আব্দুল হকের সঙ্গে। অভিযোগ বইয়ের পর থেকেই পরিবারের অশান্তি শুরু হয়। আরও অভিযোগ মদমত্ত অবস্থায় স্বামী বাড়ি এসে স্ত্রীর উপর নির্যাতন চালায়।সামাজিক বিচারও হয় একবার। কিন্তু কোন কাজ হয়নি। বৃহস্পতিবার ফের এমন ঘটনা ঘটে বলে অভিযোগ। স্বামীর মারধরের ফলে বাবার বাড়িতে চলে আসছিলেন বধূ। অভিযোগ তখন স্বামী আব্দুল হক স্ত্রীকে মারধর করে ধান খেতে ফেলে রাখে। পরে স্থানীরা দেখে সোনামুড়া হাসপাতাল নিয়ে আসেন। ছুটে আসেন বধূর বাপের বাড়ির লোকজন। এদিকে সোনামুড়া হাসপাতাল থেকে বধূকে জিবিতে রেফার করা হয়। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসা চলছে বধূর।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি