গ্রামীণ ব্যাঙ্ক কর্মচারী সমিতি ও অফিসারস ইউনিয়নের রাজ্য সম্মেলন শুরু

আগরতলা : গ্রামীণ এলাকায় ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ১৯৭৫ সালে কেন্দ্রের সরকার আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক পরিষেবা চালু করেন। বর্তমানে জাতীয় স্তরে এই ব্যাঙ্কের বিভিন্ন সমস্যা রয়েছে। জাতীয় স্তরে আন্দোলনও হচ্ছে। ত্রিপুরাও গ্রামীণ ব্যাঙ্কে বর্তমানে শুন্যপদ রয়েছে। ফলে কর্মী স্বল্পতায় ভুগছে ব্যাঙ্ক। শনিবার এই একথা বললেন ন্যাশনাল ফেডারেশন অব আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কের সাধারণ সম্পাদক।শনিবার ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মচারী সমিতি ও ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের অফিসারস ইউনিয়ন তৃতীয় যৌথ দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন শুরু হয়। দুইদিন ব্যাপী সম্মেলনের হচ্ছে আগরতলা সুপারিবাগান স্থিত দশরথ দেব অডিটোরিয়ামে। সেখানে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে গ্রামীণ ব্যাঙ্কের অফিসার-কর্মচারী প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন সারা ভারত আঞ্চলিক গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির মহাসচিব এস ভেঙ্কেটেশ্বর রেড্ডি,ন্যাশনাল ফেডারেশন অব আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কের সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা।

Related posts

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রবীণদের মধ্যে শীত বস্ত্র বিলি

বীরবাল দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি

নিজের হাতে থাকা ৩ দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা সভা মন্ত্রী সুধাংশু দাসের