শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ত্রিপুরা গৌড়ীয় বৈষ্ণব মহামণ্ডলীর

আগরতলা : মহাসম্মেলনকে সামনে রেখে আগরতলা শহরে সাড়া জাগানো শোভাযাত্রা বৈষ্ণব ধর্মাবলম্বীদের।ত্রিপুরা গৌড়ীয় বৈষ্ণব মহামণ্ডলীর ২৫ বছর পূর্তি ও চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের ৫১৪ বছর পূর্তিতে শনিবার আগরতলা শহরে হয় বিশাল শোভা যাত্রা। এদিন রাজধানীর পুরনো কেন্দ্রীয় কারাগার সংলগ্ন ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম স্কুল মাঠ থেকে বের হয় শোভাযাত্রা।চৈতন্য মহাপ্রভুর প্রতিকৃতি নিয়ে বের হয় এই শোভাযাত্রা। শহরের বিভিন্ন পথ ঘুরে ফের খুদিরাম বসু ইংরেজি মাধ্যম স্কুলের মাঠে শেষ হয়। সেখানে হয় রাজ্যভিত্তিক মহাসম্মেলন। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে নারী-পুরুষ শামিল হন।মহামন্ডলের মহানির্দেশক সনাতন দাস গোস্বামী জানান প্রতি হিংসার দাবানল থেকে মুক্ত হয়ে বিশ্ব শান্তির বার্তায় এদিন শোভাযাত্রা ও মহাসম্মেলন হয় আগরতলায়।একে অপরের হৃদয় মিলন তৈরি করে হৃদয়ে হৃদয়ে ঐক্য স্থাপন করে রাজপথে হরিনাম সংকীর্তন করা হয়।ত্রিপুরা গৌড়ীয় বৈষ্ণব মহামণ্ডলীর বর্ণময় শোভাযাত্রা ও মহাসম্মেলন ঘিরে শহরে দারুণ সাড়া পড়ে।

Related posts

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রবীণদের মধ্যে শীত বস্ত্র বিলি

বীরবাল দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি

নিজের হাতে থাকা ৩ দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা সভা মন্ত্রী সুধাংশু দাসের