আগরতলা : ১১ ফেব্রুয়ারি গুয়াহাটিতে হতে যাচ্ছে উত্তর-পূর্বাঞ্চল যুব কনভেনশন। এতে অংশ নিচ্ছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশনের ত্রিপুরার প্রতিনিধিরা। মূলত এই অঞ্চলের ৭ টি রাজ্যের প্রতিনিধিরা এতে যোগ দেবেন।শনিবার ট্রেনে করে সংগঠনের রাজ্য সভাপতি ভবতোষ দে-র নেতৃত্বে প্রতিনিধিরা কনভেনশনে যোগ দিতে রওনা হন। রাজ্য ছাড়ার আগে রাজ্য সভাপতি জানান, কনভেনশন থেকে আওয়াজ উঠবে কেন্দ্র ও রাজ্যের সমস্ত শুন্যপদ পূরণ,যুবদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, মদ, মাদক দ্রব্যকে নিষিদ্ধ ঘোষণা।তিনি জানান, উত্তর-পূর্বাঞ্চলে বর কোন শিল্প প্রতিষ্ঠান না থাকায় যুবদের কর্মসংস্থানের সবচেয়ে বর অবলম্বন হচ্ছে সরকারি চাকরি।তাঁর অভিযোগ বর্তমানে সরকারি চাকরি এক প্রকার বন্ধ। যা কিছু হচ্ছে অস্থায়ী ভাবে হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান গুলি শিক্ষক স্বল্পতায় ভুগছে। সরকারি অফিস গুলিতে কর্মী সংকট।কর্মচারীরা অবসরে যাওয়ার পরে সেই পদ গুলি অবলুপ্ত হয়ে যাচ্ছে। তিনি অভিযোগ করেন কেন্দ্রীয় দপ্তরগুলিতে প্রায় ২৩ লাখ শুন্যপদ পড়ে আছে।পাশাপাশি অপসংস্কৃতির বিরুদ্ধে তীব্র যুব আন্দোলন গড়ে তোলার লক্ষে কনভেনশনে আলোচনা হবে।