সমর্পণ দিবসে পণ্ডিত দিনদয়ালকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

Manik Saha Dipak Majumdhar pays tribute Pandit Deen Dayal Upadhyay on his death anniversary 2

আগরতলা : সমর্পণ দিবসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় পণ্ডিত দিনদয়াল উপাধ্যায়কে। রাজ্যের বিভিন্ন জায়গায় শ্রদ্ধা জানানো হয় উনাকে। রবিবার সকালে টাউন বড়দোয়ালি মণ্ডল অফিসেও হয় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। পণ্ডিত দিনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যরা।এদিন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, একাত্ম মানববাদের উপরে ভিত্তি করে দেশের প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।অন্তিম ব্যক্তির উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না। সেই দিশায় কাজ করছেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, পণ্ডিত দিনদয়াল উপাধ্যায়ই মূল কাণ্ডারি সবকা সাথ সবকা বিকাশ ও সবকা বিশ্বাসের। সত্যিকারের অর্থে দেশ আজকে একটি জায়গায় পৌঁছে গেছে।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র