টিআইএসএফ নেতৃত্বকে আলোচনার টেবিলে বসার আহ্বান পরিমল দেববর্মার

আগরতলা : ত্রিপুরা প্রদেশ বিজেপি জনজাতি মোর্চা ও আই পি এফ – র এক প্রতিনিধি দল রবিবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সাথে দেখা করেন । জানা গেছে তাদের মধ্যে আলোচনা হয় ককবরক বিষয়ে রোমান স্ক্রিপ্ট ইস্যু এবং টিআইএসএফের আন্দোলন নিয়ে। প্রতিনিধি দলে ছিলেন জনজাতি মোর্চার রাজ্য সভাপতি পরিমল দেববর্মা বিধায়ক রাম পদ জমাতিয়া সহ অন্যান্য নেতৃত্ব। পথ অবরোধ এবং বন্ধের বিরোধিতা করে পরিমল দেববর্মা আন্দোলনকারীদের কাছে আহ্বান জানান আলোচনার টেবিলে বসার জন্য ।তিনি বলেন বনধ করে কোন সমস্যা সমাধান হয় না ।মুখ্যমন্ত্রী কিংবা রাজ্য সরকারের সঙ্গে আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান করা যেতে পারে। তিনি বলেন আলোচনা মাধ্যমে সমস্যার সমাধান হয়। পরিমল বাবু বলেন তারা এই অগণতান্ত্রিক বনধের বিরোধী। জনজাতি মোর্চার রাজ্য সভাপতি আরো জানান মুখ্যমন্ত্রী দুটি চিঠি এই ইস্যূতে সিবিএসই চেয়ারম্যানের কাছে পাঠিয়েছেন।

Related posts

ড্রাগস সহ ৫ জন গ্রেপ্তার রাজধানীতে

সাড়া জাগিয়ে শুরু হয়েছে যুব সংসদ প্রতিযোগিতা

সরকারকে তিন মাস সময় বেঁধে দিল আত্মসমর্পণকারী বৈরীরা