দিব্যাঙ্গজনদের মধ্যে ট্রাইসাইকেল বিতরণ শিবিরে উপস্থিত ছিলেন প্রতিমা ভৌমিক

আগরতলা : প্রধানমন্ত্রী যে কাজ শুরু করেছেন দিব্যাংজনদের জন্য তা সকলের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশাবাদী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।তিনি বলেন, প্রধানমন্ত্রীর সংকল্প সবকা সাথ সবকা বিকাশ এবং সমাজের অন্তিম ব্যক্তিকে প্রথম পংঙ্কিতে দাঁড় করানোর। সোমবার নরসিংগড়স্থিত সিআরসি এসআরই প্রাঙ্গনে হয় সামাজিক আধিকারিতা শিবির। ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিজ্যাবিলিটিস কলকাতা, সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক, ও সমাজকল্যাণ ও সামাজিক শিক্ষা দপ্তর ত্রিপুরা সরকারের যৌথ উদ্যোগে সোমবার সামজিক অধিকারিতা শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক,পশ্চিম জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরিদুলাল আচার্জ, প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, জেলা শাসক দেবপ্রীয় বর্ধন সহ অন্যান্য আধিকারিকরা। ৯৩ টি মোটর চালিত ট্রাইসাইকেল বিতরণ করা হয় এদিন শিবির দিব্যাঙ্গজনদের মধ্যে।৪৫ লক্ষ টাকা ব্যায়ে ৯৩ জনকে এই চলন সামগ্রী দেওয়া হয়েছে।

Related posts

Scouts and Guides play vital role in society: CM

হিমাচল প্রদেশের দুর্যোগ মানুষদের পাশে ত্রিপুরা প্রদেশ বিজেপি

Chakma Script and Language Day to be observed on August 7: Ratan Lal Nath