মহারাজগঞ্জ বাজারে প্লাস্টিক বিরোধী অভিযান

আগরতলা : প্রায়শই রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান চালান সদর মহকুমা প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা। জিনিস পত্রের মূল্যবৃদ্ধি, প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধেও অভিযান চালান আধিকারিকরা। অনিয়ম পেলে কখনও দোকান বন্ধ করে দেওয়া আবার কখনও জরিমানা করা হয়। মঙ্গলবার ফের সদর মহকুমা প্রশাসনের লোকজন অভিযান চালায় রাজধানীর মহারাজগঞ্জ বাজারে। প্লাস্টিক বিরোধী অভিযান চালান তারা বিভিন্ন দোকানে। দুটি দোকান থেকে প্রায় ৩০ কেজি প্লাস্টিক নিষিদ্ধ ক্যারিব্যাগ উদ্ধার করেন প্রশাসনের লোকজন। দুটি দোকানের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তবে বাজারে প্লাস্টিকের বিরুদ্ধে এ ধরণের অভিযানে ক্ষোভ জানান জনৈক ক্রেতা। উনার মতে উৎস স্থল কিংবা রাজ্যে প্রবেশ পথে আটকে দেওয়া হোক। এভাবে অভিযানে লোকজনকে নাকি হেনস্তার শিকার হতে হয়।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে