বাগদেবীর আরাধনায় মেতে উঠতে প্রস্তুত পড়ুয়ারা

আগরতলা : রাত পোহালেই বিদ্যাদেবী সরস্বতী পুজো। বাগদেবীর আরাধানায় মাতবে সকলে। বিশেষ করে ছোট ছোট স্কুল পড়ুয়ারা।। তবে শুধু ছোট ছোট ছেলে- মেয়েরাই নয়, সরস্বতী পুজোর সঙ্গে সকলের এক অন্য আবেগ জড়িয়ে রয়েছে। কর্মব্যস্ততায় পুজোতে অংশ নেওয়ার সুযোগ না পেলেও সরস্বতী পুজোর স্মৃতি সততই মধুর সকলের কাছে। বিশেষ করে প্রতিটি স্কুলেই নিজেদের মতো করে সরস্বতী পুজোর আয়োজন করা হয়।প্রতিবছর শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন অফিস আদালতে বাগ দেবীর আরাধনা হয়ে থাকে। তবী সবচেয়ে বেশি আনন্দ উল্লাস লক্ষ্য করা যায় স্কুল- কলেজের ছেলে- মেয়েদের মধ্যে।লেখাপড়ার চাপ থাকলেও সরস্বতি পূজার আগের দিন মূর্তি আনা থেকে প্রতিষ্ঠানে মণ্ডপ তৈরি সবেতেই তাদের মধ্যে বাড়তি উন্মাদনা সৃষ্টি করে। এবছরও ছবি ধরা পড়লো রাজধানী আগরতলায়। এদিন সকাল থেকে নেতা চৌমুহনী সহ বিভিন্ন জায়গায় থেকে স্কুল- কলেজের পড়ুয়ারা দেবীর মূর্তি আনতে দল্বেধে যান। ঢাকঢোল বাজিয়ে নেচে গেয়ে আনন্দে তারা বিদ্যা দেবীর প্রতিমা নিয়ে আসেন নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে। তারা জানান, পূজার দিন নিয়ম মেনে হবে পূজা। অঞ্জলি শেষে হবে প্রসাদ বিতরণ। এদিনটির জন্য তারা সারা বছর অপেক্ষা করে থাকেন বলে জানান পড়ুয়ারা।

Related posts

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রবীণদের মধ্যে শীত বস্ত্র বিলি

বীরবাল দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি

নিজের হাতে থাকা ৩ দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা সভা মন্ত্রী সুধাংশু দাসের