রোমান স্ক্রিপ্টের দাবিতে যারা আন্দোলনে শামিল হয়েছেন তাদের ধন্যবাদ জানান অনিমেষ

আগরতলা : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ককবরক বিষয়ে পরীক্ষা রোমান ও বাংলা হরফে লেখার দাবিতে সোমবার আন্দোলনে নেমেছিল টি আই এস এফ। এইও আন্দোলনে যারা সমর্থন জানিয়েছেন তাদের ধন্যবাদ জানালেন তিপ্রা মথার নেতা তথা বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। তিনি মঙ্গলবার নিজ অফিসে সাংবাদিক সম্মেলন করে বলেন, পুলিস দপ্তরও নিজেদের ডিউটি পালন করেছেন। সেজন্য তাদেরকেও ধন্যবাদ জানান তিনি। তবে আন্দোলনে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ায় দুঃখ প্রকাশ করেন বিরধই দলনেতা। তিনি বলেন, এই আন্দোলন কেন করতে হয়েছে? এর জন্য দায়ী কে? এই প্রশ্ন তুলে অনিমেষ বাবু অভিযোগ করেন শিক্ষা দপ্তর ও মধ্যশিক্ষা পর্ষদ এর জন্য দায়ী। তিনি বলেন মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করে সোমবার বিকেলে ঘোষণা দেওয়া হয় রাজ্য সরকার টি আই এস এফের দাবি মেনে নিয়েছে। সরকারের তরফে ঘোষণা দেওয়া হয় রোমান এবং বাংলা হরফে পরীক্ষা দেওয়া যাবে ককবরক বিষয়ে। বিরোধী দলনেতা বলেন, সি বি এস ই কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যে কথাবার্তা হয়ে গেছে। তিনি জানান, সি বি এস ইও রোমান স্ক্রিপ্টে লেখা নিয়ে কোন বাধ্য বাধকতা রাখবে না। তিনি সরকারের কাছে এদিন নতুন করে দাবি জানান ত্রিপুরায় বাংলা ও রোমান স্ক্রিপ্টে পাঠ্যবই ছাপানো হয়।পাশাপাশি প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রেও বিষয়টি নজরে রাখার দাবি তিনি সরকারের কাছে দাবি রাখেন।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র