বাগদেবীর পূজা ঘিরে ১০ দিন ব্যাপী সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান

আগরতলা : ৪০ ফুট উঁচু প্রতিমা তৈরি করে বাগদেবীর আরাধনা আগরতলা পুর নিগমের ৪০ নম্বর ওয়ার্ডের উদ্যোগে। শহর দক্ষিনের বড়দোয়ালি স্কুল মাঠে বিশাল আকারের সরস্বতী প্রতিমার পূজাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচী। মেলা ও পূজা কমিটির চেয়ারম্যান জয়ন্ত চৌধুরী জানান, ২০২২ সালে এই পূজার সূচনা হয় করোনা অতিমারি সময়ে ঘর বন্দি থাকা মানুষ যখন ধীরে ধীরে বের হন তখন তাদের কিছুটা আনন্দ দেওয়ার জন্য। এবছর তৃতীয় বর্ষে পূজা। ১০ দিন ব্যাপী কর্মসূচী নেওয়া হয়েছে এবার। ১১ ফেব্রুয়ারি শিশুদের নিয়ে হয় মেগা বসে আঁকো প্রতিযোগিতা। ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে পূজার উদ্বোধন হয়। সংবর্ধনা দেওয়া হয় ওয়ার্ড এলাকার ১৩৩ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাকে। তিনি জানান ২২ ফেব্রুয়ারি হবে সমাপ্তি অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ। পূজাকে কেন্দ্র করে বসেছে মেলা। সেখানে রয়েছে এবার শিশুদের জন্য জাদু- পুতুল নাচ। মা- বোনদের নিয়ে হবে শঙ্খ ও উলুধ্বনি। আসামের বরাক ভ্যালির নৌকা বিলাস ছাড়াও থাকবে বাউল সংগীত , কীর্তন। মঙ্গলবার সন্ধ্যা থেকে প্রচুর মানুষ বড়দোয়ালি স্কুল মাঠে ভিড় জমান। বুধবারও একই ছবি ধরা পড়ে।

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন