সরস্বতী মূর্তি বিতর্ক সরকারি চারু কারুকলা মহাবিদ্যালয়ে

আগরতলা : রাজ্যের সরকারী চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতি বছরই নিজেরাই মূর্তি গড়েন।তাদের তৈরি মূর্তি বেশ নজর কাড়ে সকলের। সুনামও অর্জন করেন পড়ুয়ারা। এবারও তারাই সরস্বতি প্রতিমা তৈরি করেন নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে। কিন্তু এবার কলেজের বিদ্যাদেবীর মূর্তি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। আর তা পূজার দিনেই। অভিযোগ সরকারি চারু ও কারুকলা মহা বিদ্যালয়ের মূর্তি নাকি তৈরি করা হয়েছে দৃষ্টিকটু ভাবে। আরও অভিযোগ অশ্লীলতা করা হয়েছে বাগ দেবীর প্রতিমা তৈরিতে। বুধবার সকালে কলেজে গিয়ে এই অভিযোগ তুলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা। তারা এর প্রতিবাদ জানান। খবর পেয়ে ছুটে যান অধ্যক্ষ। উনার সঙ্গেও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা কথা বলেন। অবশেষে শাড়ি দিয়ে ঢেকে মূর্তি নিয়ে তৈরি বিতর্ক বন্ধ করা হয়। এদিকে কলেজের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য সাফাই দিতে গিয়ে দাবি করেন দেশের বিভিন্ন জায়গার মূর্তির প্যাটার্ন অনুসরণ করেই এভাবে মূর্তিটি তৈরি করা হয়েছে। তবে যেহেতু প্রশ্ন উঠেছে তা শোধরে নেওয়া হয়েছে। আগামী দিনে এমন না হয় দেখা হবে। তবে প্রশ্ন উঠেছে বিদ্যাদেবীর প্রতিমায় কি আধুনিকতার ছোঁয়া আনতে গিয়েই বিতর্ক তৈরি করল এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান?

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল