নিয়ম মেনে হল শিব বাড়িতে নবগ্রহ যজ্ঞ

আগরতলা : কাজল অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ সোসাইটি ও সনাতন জ্যোতিষ কলেজের উদ্যোগে নবগ্রহ যজ্ঞের আয়োজন করা হয় প্রতিবছর। এবছর নবগ্রহ যজ্ঞের দশমতমের শেষ বছর এটি। রাজধানীর সেন্ট্রাল রোড শিববাড়ি প্রাঙ্গণে অন্যান্য বছরের মতো রবিবারও হয় যজ্ঞ। নিয়ম নিষ্ঠার সঙ্গে চলে এই যজ্ঞ।এতে প্রচুর মানুষ অংশ নেন।জ্যোতিষী প্রণব শেখর চৌধুরী বলেন, বিশ্বাসের মাধ্যমেই মানব জীবন তৈরি হয়। তাই বিশ্বাস-ভক্তি- শ্রদ্ধা নিয়ে প্রতিবছর যজ্ঞানুষ্ঠান করার। তিনি বলেন, ভারত বর্ষের বিভিন্ন জায়গার মতো ত্রিপুরার শিব বাড়িটিও একটি পুন্য ভূমি। শিব বাড়ির পরিবেশ যজ্ঞানুষ্ঠানের জন্য সহায়তা করে। তিনি বলেন এই যজ্ঞ করলে মানব দেহে যে সব অশুভ প্রক্রিয়া আছে তা বিনাশ করে নতুন জীবন তৈরি হয়। এই যজ্ঞ যারা করেছেন তাদের অনেকের কল্যাণ সাধন হয়েছে জীবনে। দুরারোগ্য ব্যধি থেকে অনেক লোক মুক্তি পেয়েছে। দেশের বিভিন্ন জায়গা এমনকি বাংলাদেশ থেকেও লোকজন এসে এই যজ্ঞে ব্রতি হন।সংস্কৃত বেদ মন্ত্রী উচ্চারণের মাধ্যমে সকলের মনে একটা কম্পন তৈরি করে।

Related posts

সংবিধান রক্ষায় কংগ্রেসের লড়াই জারি রাখার বার্তা কংগ্রেস সভাপতির

সুজুকি দ্বিচক্র যানের নতুন শোরুম চালু হল আগরতলায়

নির্ধারিত সময়ের আগে পরীক্ষা না নেওয়ার আশ্বাস হোলিক্রস স্কুলের অধ্যক্ষের