জিবির কার্ডিয়োলজি বিভাগে অনেক উন্নত পরিষেবা মিলছে

আগরতলা : প্রতি সপ্তাহের বৃহস্পতিবার আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জিবি হাসপাতালের তরফে সাংবাদিক সম্মেলন করা হয়। হাসপাতালের বিভিন্ন বিভাগ পৃথক পৃথক ভাবে সাংবাদিক সম্মেলনে তুলে ধরে তাদের সাফল্য ও আগামী দিনের পরিকল্পনা। এই বৃহস্পতিবার আগরতলা জিবি হাসপাতাল ও এজিএমসি-র তরফে সাংবাদিক সম্মেলন করা হয় কার্ডিয়োলজি বিভাগ নিয়ে।উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডাঃ অনুপ সাহা,কার্ডিয়োলজি বিভাগের ডাক্তার অনিন্দ সুন্দর দ্বিবেদী এবং ডাক্তার রাকেশ দাস। সাংবাদিক সম্মেলনে তুলে ধরা হয় এই বিভাগে কি কি পরিষেবা রয়েছে এবং কি সাফল্য মিলেছে বিভাগের তা তুলে ধরা হয়।কলেজের অধ্যক্ষ জানান, এই বিভাগে বর্তমানে যে পরিষেবা দেওয়া হচ্ছে তাতে বেসরকারি ভাবে চিকিৎসকের কাছে যাওয়ার কোন প্রয়োজন নেই।সাংবাদিক সম্মেলনে এই বিভাগের চিকিৎসকরা জানান, এই বছরের দুই মাসে এই বিভাগে ১৭০ টির মতো অ্যাঞ্জিওগ্রাফি করা হয়েছে। আগে বাইরে গিয়ে ব্যয় ভুল যে চিকিৎসা করাতেন রোগীরা এখন জিবিতেই সম্ভব সেই পরিষেবা। এক মাসে সফল ভাবে জিবিতে প্রথম করা সম্ভব হয়েছে হার্টের ফুটো বন্ধ করা। তাও বিনা সার্জারিতে। এই রোগীও সুস্থ আছেন।আয়ুষ্মান ভারতের কার্ড যাদের রয়েছে তারা বিনামূল্যে স্পেসমেকার বসাতেও টাকা লাগে না। তবে আয়ুষ্মান ভারতের কার্ড যাদের নেই তাদেরও বেশি খরচ হয় না।

Related posts

Emergency was a direct attack on Constitution, democracy: CM

পূর্ব থানার পুলিসের জালে নেশা সামগ্রী সহ চারজন