টিসিএ-র নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা

আগরতলা : ড্রাগস থেকে ছেলে মেয়েদের দূরে রাখার জন্য সরকার খেলাধুলাকে বিরাট ভাবে উৎসাহ দিচ্ছে। ক্রিকেটকে উৎসাহ দিচ্ছে।সরকার সুচিন্তিত সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটে ছেলেরা যতটুকু যুক্ত হয় সেই ভাবে মেয়েরাও যাতে যুক্ত হয় উৎসাহিত হন সেটাকে প্রচারে নিয়ে যাবে। এজন্য এবারই প্রথম শুরু ওমেন্স প্রিমিয়ার লীগ। প্রিমিয়ার লীগ টিসিএ শুরু করতে না পারলে নিয়মিত লীগ খেলার আয়োজন করছে। ৩০-৪০ বছরে ত্রিপুরা ক্রিকেট এগিয়েছে।রবিবার রাজধানীর কসমোপলিটন ক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বললেন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি তপন লোধ। এসোসিয়েশনের নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা দেওয়া হয় এদিন। অ্যাডভাইজার চৌমুহনীতে একটি বেসরকারি হোটেলে হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন টি সি এর সভাপতি, সচিব, কসমোপলিটন ক্লাবের সভাপতি সহ অন্যরা। ক্লাবের তরফে নবনির্বাচিত টি সি এ সদস্যদের উত্তরীয় ও স্মারক দেওয়া হয়।

Related posts

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রবীণদের মধ্যে শীত বস্ত্র বিলি

বীরবাল দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি

নিজের হাতে থাকা ৩ দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা সভা মন্ত্রী সুধাংশু দাসের