আগরতলা : ইংরেজি প্রতি মাসের শেষ রবিবার মন কি বাতে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের বিভিন্ন প্রান্তের অজানা বহু ঘটনা দেশবাসীর সামনে মন কি বাতের মাধ্যমে তুলে ধরেন। মন কি বাতের মাধ্যমে অনেক অজানা তথ্য জানার সুযোগ হয়। আর প্রধান মন্ত্রীর এই মন কি বাত রাজ্যের বিভিন্ন মণ্ডল-বুথ এলাকায় বসে শুনেন ভারতীয় জনতা পার্টির নেতা-মন্ত্রী-কার্যকর্তারা। ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যও বিভিন্ন বিধানসভা কেন্দ্রে যান মন কি বাত শুনতে। এই রবিবার প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য মন কি বাত শুনেন রামনগর বিধানসভার ২১ নম্বর বুথের জয়নগর এলাকায়।সঙ্গে ছিলেন পুর নিগমের কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, বিবেকানন্দ বিচার মঞ্চের সম্পাদক তপন দাস সহ স্থানীয় জন প্রতিনিধি, মণ্ডল- বুথের কার্যকর্তারা।১১০ তম মন কি বাতে বিভিন্ন বিষয় সকলের সামনে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এদিন মন কি বাত শোনার পরে প্রদেশ বিজেপি সভাপতি বলেন, সমাজকে জাগ্রত করে সমাজের প্রত্যেকটি অংশের মানুষের মধ্যে সরকারি সুযোগ সুবিধা, সমাজের জন্য কাজ করার বিষয় গুলি প্রধানমন্ত্রী তুলে ধরেছেন মন কি বাতে। সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত যাতে সরকারি সুযোগ পৌঁছে দেওয়ার বার্তা দিয়েছেন এদিন প্রধানমন্ত্রী।