বড়মুড়ায় আমরণ অনশনে বসবে তিপ্রা মথা

আগরতলা: আন্দোলন-কর্মসূচীহীন রাজ্যের প্রধান বিরোধী দল তিপ্রা শীতঘুম থেকে জেগে উঠল। লোকসভা নির্বাচন নজরে দাবি আদায়ে ফের আন্দোলন ঘোষণা করলো তিপ্রা মথার নেতৃত্ব। রবিবার রাজধানীর ভি আই পি রোড সংলগ্ন ভোলাগিরি লাগোয়া মানিক্য এনক্লেভে এক বৈঠক রাজ্যের প্রধান বিরোধী দ;লের। এতে সকল বিধায়ক, এম ডি সি,জেলা- ব্লক স্তরের সভাপতি, সম্পাদক, সেন্ট্রাল এডভাইজারি কমিটি, যুব, নারী সংগঠন সহ বিভিন্ন স্তরের নেতৃত্ব অংশ নেয়। উপস্থিত ছিলেন তিপ্রা মথার সভাপতি বিজয় কুমার রাংখল, মুখপাত্র রাজেশ্বর দেববর্মা, মেবার কুমার জমাতিয়া, নারী সংগঠনের নেত্রী মণিহার দেববর্মা সহ অন্যরা। সভাপতি বিজয় কুমার রাংখল জানান, প্রায় এক বছর ধরে কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে গেছেন দলের প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মণ। কিন্তু এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। এই অবস্থায় আন্দোলনে নামার সিদ্ধান্ত। এদিন বৈঠকে এসব বিষয় নিয়েই আলোচনা হয়। বড়মুড়া পাহাড়ে ২৮ ফেব্রুয়ারি থেকে আমরণ অনশন শুরু করবেন তারা অনির্দিষ্টকালের জন্য। এতে দলের প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মণও উপস্থিত থাকবেন। বিজয় রাংখল জানান আন্দোলন হবে শান্তিপূর্ণ ভাবে।এছাড়া ৩ মার্চ খুমুলুঙ্গে হবে কেন্দ্রীয় ভাবে সমাবেশ। এতে প্রায় ৫০ হাজার লোকের জমায়েত করা হবে বলেও তিনি জানান।তবে রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনের আগে বিজেপির সঙ্গে দরকষাকষির জন্যই আন্দোলনের ঘোষণা।

Related posts

অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট-র উদ্যোগে ২৮ জানুয়ারি মতবিনিময় সভা

ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস উদযাপন করা হয় রবীন্দ্র ভবনে

ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের স্মারকলিপি সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরে