রাজ্য সম্মেলন নিয়ে সাংবাদিকদের মুখোমুখি টি টি এ(এইচ বি রোড)

আগরতলা : রাজ্যের শিক্ষা ব্যবস্থা তলানিতে এসে ঠেকেছে।এই শিক্ষা ব্যবস্থার অন্তর্জলী যাত্রা রুখতে দীর্ঘ সংগ্রামে যেতে প্রস্তুত ত্রিপুরা বেসরকারি শিক্ষক সমিতি(এইচ বি রোড)।বৃহস্পতিবার কর্মচারী সমন্বয় কমিটি(এইচ বি রোড)র কেন্দ্রীয় কমিটির অফিসে ২৫ তম ষষ্ঠ ত্রি বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই প্রস্তুতির কথা ঘোষণা করে সংগঠনের সম্পাদক নন্দন চক্রবর্তী বলেন নতুন শিক্ষা নীতি চাপিয়ে দিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থার দীর্ঘ দিনের ঐতিহ্যকে লাটে তুলে দিয়ে শিক্ষাকে প্রায় বেসরকারি হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে।বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে রাজ্যের ঐতিহ্যবাহী অবৈতনিক শিক্ষা ব্যবস্থা তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন।ফলে বিদ্যালয় ছুট বাড়ছে।তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন শিক্ষক শিক্ষা কর্মীর অভাবে বিদ্যালয়গুলি ধুঁকছে সরকার ঘুমিয়ে আছে।প্রায় প্রতিদিনই কোনো না কোনো স্কুলের ছাত্র ছাত্রীরা রাস্তায় নামছে বিক্ষোভ দেখাচ্ছে ।রাজ্যের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রদান নিয়েও সরকার উদাসীন এই অভিযোগ করে নন্দন চক্রবর্তী বলেন ৭ম বেতনক্রম তো হলই না উপরন্তু এখনো শিক্ষক কর্মচারীরা ২৬ শতাংশ মহার্ঘভাতা পাওনা যেটা সরকার দিচ্ছে না।এই সমস্ত বিষয় নিয়ে সমিতি সম্মেলনে আলোচনা করবে।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি অমৃতলাল দেবনাথ, সহ-সভাপতি জয়ন্ত চৌধুরী, নারায়ণ সেন, ও সহ সম্পাদিকা সংহিতা সেনগুপ্ত ।ত্রিপুরা বেসরকারি শিক্ষক সমিতি(এইচ বি রোড) এর সম্মেলন ৩ মার্চ এই সমন্বয় কমিটির হল ঘরে হবে।

Related posts

Govt provides 16,942 jobs since 2018: CM

মন কি বাত এর মাধ্যমে মানুষের সাথে সংযোগ স্থাপন করেন প্রধানমন্ত্রী: মুখ্যমন্ত্রী

মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সিপিআই-র বিক্ষোভ কর্মসূচী