শুরু হল দ্বাদশের পরীক্ষা

আগরতলা : শান্তিপূর্ণ ভাবেই শুরু হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। শুক্রবার প্রথম দিন ছিল ইংরেজি বিষয়ের পরীক্ষা। এবছর রাজ্যে দ্বাদশে মোট পরীক্ষার্থী ২৫৩৪৫ জন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী রয়েছেন ২৪৩৬৩। রাজধানী সহ রাজ্যের বিভিন্ন জায়গায় পরীক্ষা কেন্দ্র গুলিতে নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটে। এবছর উচ্চ মাধ্যমিকে ভেন্যু ৯৮ টি ও সেন্টার রয়েছে ৬০ টি। প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর নেই। পরীক্ষা কেন্দ্র গুলির বাইরে ভিড় ছিল অভিভাবকদের। প্রথম দিনের প্রশ্নপত্র ভালো হয়েছে বলে পরীক্ষা শেষে জানালেন পরীক্ষার্থীরা। শনিবার শুরু হবে এবছরের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিকে পরীক্ষার্থী রয়েছেন ৩৩৭৩২ জন। ৬৯ টি কেন্দ্রের ২৪৫ টি ভেন্যুতে নেওয়া হবে মাধ্যমিক পরীক্ষা।

Related posts

রাজধানীতে নিজ বাড়িতে নির্মীয়মাণ শৌচালয়ের ট্যাঙ্কে পড়ে মৃত্যু এক ব্যক্তির

সদস্যপদ সংগ্রহে নামলো সারা ভারত কৃষকসভা

শিক্ষককে স্কুলের ভিতরে শারীরিক নিগ্রহের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি