চুরির ঘটনায় ধৃত দুই যুবক

আগরতলা : রাজধানীতে চুরির ঘটনায় পূর্ব থানার পুলিসের জালে দুই অভিযুক্ত। উদ্ধার একটি দামি ক্যামেরা। ধৃতদের শনিবার আদালতে সোপর্দ করা হয় পুলিস রিমান্ড চেয়ে। আগরতলার ধলেশ্বর এলাকায় মাঝে মধ্যে চুরির ঘটনা ঘটছে। সম্প্রতি কয়েকটি ঘটনা ঘটেছে। এর মধ্যে ২ ফেব্রুয়ারি ধলেশ্বর এলাকায় কৌশল শীল নামে এক ব্যক্তির বাড়ি থেকে একটি ক্যামেরা চুরি হয়। বিষয়টি পূর্ব আগরতলা থানায় মৌখিক ভাবে তিনি জানিয়ে জরুরি কাজে ব্যাঙ্গালুরু চলে যান। অবশেষে শুক্রবার কৌশলের বাবা লিখিত ভাবে থানায় জানান। পুলিস মামলা নিয়ে তদন্তে নামে কাকরাবনের বাসিন্দা সৈকত সাহা নামে এক যুবককে আটক করে। সে রাজধানীর বলদাখাল এলাকায় ভাড়া থাকে।তাঁকে পুলিস জিজ্ঞাসাবাদ চালিয়ে খুমুলুং এলাকার অমর দেববর্মা নামে এক যুবককে আটক করে ধলেশ্বর ভাড়া ঘর থেকে। তাঁর ঘরেই তল্লাশি চালিয়ে পুলিস ক্যামেরাটি উদ্ধার করে। অন্য চুরির ঘটনায় তারা যুক্ত কিনা তা খুঁজে বের করতে পুলিস রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পেশ করেন।পুলিস আধিকারিক জানান, ধৃতরা আগরতলা শহরে ভাড়া থেকে চুরি সংঘটিত করছে।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী