আগরতলা : বর্মণ গোষ্ঠীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দল ছেড়ে রাজধানীতে সাড়া জাগিয়ে এবার ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন প্রাক্তন এন এস ইউ আই সভাপতি সম্রাট রায় সহ তাঁর কর্মীরা। একই সঙ্গে এদিন তিপ্রা মথা থেকে কয়েকজন ছাত্র নেতৃত্ব বিজেপিতে শামিল হন। তাদের গেরুয়া শিবিরে স্বাগত জানান প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, মুখপাত্র সুব্রত চক্রবর্তী, বিজেপি যুব সংগঠনের রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, বিজেপি মিডিয়া ইনচার্জ সুনিত সরকার সহ অন্যরা। বিজেপি নেতা অমিত রক্ষিত বলেন, কংগ্রেসে নেই গণতন্ত্র। দলের প্রতি বীতশ্রদ্ধ হয়েই কংগ্রেস ছেড়েছেন সম্রাট রায়রা। তিনি বলেন বিজেপিতে গণতন্ত্র আছে। এখানে মানুষের জন্য কথা বলা যায়, মানুষের জন্য কিছু করা যায়।এদিকে রবিবার বিজেপিতে যোগদান করার আগে রবীন্দ্র ভবনের সামনে বাজি পুড়িয়ে ঢাকঢোল বাজিয়ে শহরে মিছিল করেন সম্রাট রায় ও তাঁর অনুগামীরা। শহর জুড়ে মিছিল করে বিজেপি প্রদেশ কার্যালয়ে যান। উল্লেখ্য কিছুদিন আগেই কংগ্রেস ছাড়ার ঘোষণা দিয়েছিলেন সম্রাট রায়। তাঁকে এনএস ইউ আই সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল কয়েক মাস আগে।এদিন প্রায় দুই শতাধিক ছাত্র যুব বিজেপিতে শামিল হন।