রক্তদাতাদের উৎসাহ দিলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা : শুধু সংগীতেই সীমাবদ্ধ না থেকে সামাজিক কাজেও ব্রতী হয়ে আসছে রাজধানীর রবি সুধা সংগীত সংস্থা। প্রতিবছর রক্তদানের মতো মহৎ সেবায় ব্রতী হচ্ছে এই প্রতিষ্ঠান। বিগত ১৪ বছর ধরে মুমূর্ষু রোগীর সেবায় রক্তদান শিবির করছে। এবছর ১৫ তম রক্তদান শিবির। এদিন কৃষ্ণনগরে রাজ্যের বিশিষ্ট সংগীত শিল্পী তিথি দেববর্মণের বাড়িতেই হয় শিবিরটি। এছাড়া হয় স্বাস্থ্য শিবিরও। উপস্থিত থেকে উৎসাহ দিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আজকের ফরিয়াদ পত্রিকার এম ডি শানিত দেবরায়, বিশিষ্ট সাংবাদিক তথা আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রণব সরকার সহ বিশিষ্ট জনেরা।শিবিরে আলোচনা করতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, এধরণের রক্তদান শিবির রক্তের যোগান ও চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে। তিনি জানান, কয়েক মাস আগে রাজ্যে রক্তের ঘাটতি দেখা দিয়েছিল। তখন মুখ্যমন্ত্রীর আহ্বানে বিভিন্ন সংস্থা, সংগঠন, প্রতিষ্ঠান শিবিরে এগিয়ে এসেছে। শিবিরে শানিত দেবরায় প্রসঙ্গক্রমে বিভিন্ন বিষয় তুলে ধরে বলেন,দুয়েকটি সমাজসেবা করলেই সমাজ সেবক হওয়া যায় না, তেমনি গান জানলেই গায়ক হয় না।রাজধানীতে বর্তমানে মশার উতপাতের বিষয়টিও উঠে আসে উনার বক্তব্যে।

Related posts

৪৩তম আগরতলা বইমেলায় শতরূপা প্রকাশনীর আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন

রাজধানীর নজরুল কলাক্ষেত্রে একদিবসিয় সম্মেলন এিপুরা এগ্রিকালচার গ্র্যাজুয়েট এসোসিয়েশনের

ত্রিপুরা ভেটেরিনারী ডক্টরস্ এসোসিয়েশনের সাধারণ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস