বিদেশী পর্যটকদের আগমন রাজ্যে বাড়ছে

আগরতলা : রাজ্যের পর্যটনকে বিশ্বের দরবারে তুলে ধরতে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিকে।আর এতে রাজ্যের পর্যটকদের আগমন যে বেড়ে চলেছে টা আর বলার অপেক্ষা রাখে না। শুধু রাজ্য কিংবা দেশ নয়, বিদেশী পর্যটকরাও ত্রিপুরায় আসছেন। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি একটি ট্রাভেলস এর উদ্যোগে আমেরিকা এবং ইংল্যান্ডের ৬০ জনের একটি প্রতিনিধি ত্রিপুরা সফরে আসেন।রাজ্যের সাংস্কৃতিক, আধ্যাত্মিক ভৌগলিক এবং রাজ্যের উপজাতি সংস্কৃতি সম্পর্কে ধারণা নিতে তাদের এই রাজ্য সফর। ইতিমধ্যেই তারা ত্রিপুরাসুন্দরী মন্দির, নীরমহল ছবিমুড়া ঘুরে দেখেছেন। রবিবার তারা রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদ পরিদর্শন করেন। রাজ্যের বিভিন্ন পর্যটন স্থল ঘুরে হিমালয়ান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগা মেডিটেশন সাইন্স এন্ড ফিলোসফি সংস্থার অধিকর্তা জানান তারা ত্রিপুরার আতিথেয়তায় অভিভুত। তিনি আরো জানান রাজ্যে এসে তারা তাদের প্রতিনিধি দল অভিভূত। পাঁচ দিনের সফর শেষে এদিনই তারা রাজ্য ত্যাগ করবেন।

Related posts

CM emphasizes discipline, team spirit through football

Tripura aims for Agricultural self-reliance: Ratan Lal Nath

লোক ভবনে উদযাপন করা হল আসাম রাজ্যের প্রতিষ্ঠা দিবস