রান ফর নেশন, রান ফর মোদী শহরে

আগরতলা : লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি ও তাঁর শাখা সংগঠন গুলি বিভিন্ন কর্মসূচী নিয়েছে। সারা দেশের সঙ্গে রাজ্যেও কর্মসূচী পালন করছে বিজেপি ও শাখা সংগঠন গুলি। লক্ষ্য নরেন্দ্র মোদীকে তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী বানানো। সেই লক্ষে চলছে কাজ। সোমবার ভারতীয় জনতা মহিলা মোর্চার উদ্যোগে আগরতলায় হয় নারী শক্তি বন্ধন ম্যারাথন রান ফর ন্যাশন, রান ফর মোদী। এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে থেকে বের হয় দৌড়। বিজেপি মহিলা সংগঠনের কর্মী সমর্থক ছাড়াও বিভিন্ন খেলোয়াড় ও বিজেপির নেতৃত্ব এতে অংশ নেন। রবীন্দ্র ভবনের সামনে থেকে বের হয় সাড়া জাগানো ম্যারাথন।প্রদেশ বিজেপির সহ-সভাপতি তাপস ভট্টাচার্য বলেন, মহিলাদের স্ব-শক্তিকরণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে কর্মসূচী বাস্তবায়ন করেছেন এবং রাষ্ট্র নির্মাণে মহিলাদের যেভাবে সুযোগ করে দিয়েছেন তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাতেই মহিলা সংগঠনের এই কর্মসূচী। তিনি আরও বলেন, রাষ্ট্র নির্মাণে মহিলারা সমান অংশীদারিত্ব ভোগ করছেন এবং মহিলারা তাদের ভূমিকা তুলে ধরছেন। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, সহ- সভাপতি ডাঃ অশোক সিনহা, সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, বিজেপি মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য সহ অন্যরা। এদিন ম্যারাথন শহরের বিভিন্ন রাস্তা ঘুরে।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে